ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নওগাঁয় ঈদ উপহার পেলেন ২ হাজার মানুষ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১০, ২৫ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

নওগাঁয় ঈদ উপহার হিসাবে ২ হাজার অসহায়, দরিদ্র, দু:স্থ ও শ্রমজীবী মানুষ নগদ অর্থ পেয়েছেন।

সোমবার বেলা ১১টায় শহরের নওযোয়ান ও বোয়ালিয়া স্কুল মাঠে এলাকায় প্রত্যেককে নগদ ৪শ’ টাকা করে অর্থ দেওয়া হয়।

ইথেন এন্টারপ্রাইজ প্রাইভেট ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআই পরিচালক এবং চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল উপস্থিত থেকে তার ব্যাক্তিগত তহবিল থেকে এই অর্থ বিতরণ করেন। 

এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চেম্বারের পরিচালক আব্দুল খালেক, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান, এমএ ওবাইদা, শেখ রুহুল আমিন আরমান, রোকনুজ্জামান রোকনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

ইকবাল শাহরিয়ার রাসেল বলেন, মানুষ মানুষের জন্য। করোনাভাইরাসের দীর্ঘ সংকট কাটিয়ে উঠলেও এখন পর্যন্ত স্বাভাবিক জীবন-যাপনে ফিরতে পারেনি অসহায়, দরিদ্র, দু:স্থ ও খেটে খাওয়া মানুষ। তাই আসন্ন ঈদুল ফিতরের আনন্দের কিছু অংশ এইসব মানুষের মাঝে বিলিয়ে দিতেই এমন ক্ষুদ্র উদ্যোগ গ্রহণ করা। 

প্রতিবছরই ইথেন এন্টারপ্রাইজের পক্ষ থেকে এমন উদ্যোগ গ্রহণ করা হয়। আগামীতেও এই ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি