ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাইস মিলের বয়লার বিস্ফোরণে একজন নিহত, দগ্ধ ৩

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৯, ২৫ এপ্রিল ২০২২ | আপডেট: ১৫:৪০, ২৫ এপ্রিল ২০২২

রাজবাড়ী সদর উপজেলায় অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে ইসমাইল শিকদার (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় দগ্ধ হয়েছে আরও ৩ জন।

সোমবার (২৫ এপ্রিল) সকাল ৯টার দিকে শহীদ ওয়াহাবপুর ইউনিয়নের মল্লিক রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়া আদু মাতুব্বর পাড়ার মো. ফেলু শিকদারের ছেলে।

খবর পেয়ে রাজবাড়ী সদর থানা পুলিশ আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে এবং নিহত ইসমাইলকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

ঘটনার পর থেকে মিলের মালিক ছাত্তার মল্লিক পলাতক রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে বয়লার চালু করার সঙ্গে সঙ্গে বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। এতে মিলের কিছু অংশে আগুন ধরে যায়। এতে ওই কারখানার শ্রমিক ইসমাইল নিহত এবং ৩ জন গুরুতর দগ্ধ হয়েছেন। 

স্থানীয়রা আরও জানান, এই মিলটি প্রায় ২৫-৩০ বছর আগে নির্মিত। এটি চালু রাখার অযোগ্য হলেও মালিক ঝুঁকি নিয়েই মিলটি চালাচ্ছিলেন বলে অভিযোগ তাদের।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি