ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সিংড়ায় মাটি চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু 

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৯, ২৫ এপ্রিল ২০২২

নাটোরের সিংড়ায় মাটি চাপা পড়ে শিশির (৪৭) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। 

রোববার সিংড়া উপজেলার মহেশচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশির শেরকোল ইউনিয়নের রানীনগর উজানপাড়া গ্রামের ফয়েজ আলীর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সিংড়ার মহেশচন্দ্রপুর এলাকায় শিশির একটি পুকুরে কোদাল দিয়ে মাটি কাটার সময় মাটির নিচে পড়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিংড়া পৌরসভার ১০নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আউয়াল রিংকু এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি