ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

মাদক মামলায় নারীর ৭ বছর জেল 

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৪, ২৫ এপ্রিল ২০২২

আসামি ফেমালী বেগমকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ

আসামি ফেমালী বেগমকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ

নাটোরে মাদক মামলায় মোছাঃ ফেমালী বেগম নামে এক নারীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ শরীফ উদ্দিন এই রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ৩ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোরের বনবেলঘরিয়া বাইপাস মোড় এলাকায় যাত্রিবাহী বাসে তল্লাশী চালায়। এসময়ে এসপি পরিবহনের যাত্রী ফেমালী বেগমের ভ্যানিটি ব্যাগ থেকে হেরোইন উদ্ধার করা হয়। 

এ ঘটনায় ফেমালী বেগমকে আটক করে তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(১) ৮(খ) ধারায় মামলা দায়ের করা হয়। 

স্বাক্ষ্য প্রমাণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সোমবার ফেমালী বেগমের বিরুদ্ধে উল্লেখিত রায় প্রদান করে আদালত।

ভারপ্রাপ্ত পিপি আরিফুর রহমান রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি