ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

উত্তরে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে খুলে দেয়া হল নলকা সেতু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৯, ২৫ এপ্রিল ২০২২

উত্তর-দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যাতায়াতের জন্য খুলে দেয়া হলো সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নব নির্মিত নলকা সেতু। 

সোমবার বিকেল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে এই মহাসড়কের ৩শ মিটার নলকা সেতুর দক্ষিণ লেন খুলে দেন সাসেকের প্রকল্প পরিচালক ড. ওয়ালিউর রহমান। এ সময় সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ড. ওয়ালিউর রহমান বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে নবনির্মিত সেতুর একটি লেন খুলে দেয়া হলো। এই লেনটি খোলার মধ্যদিয়ে এতোদিনের দীর্ঘ দিনের যানজটের অন্যতম প্রধান কারণ থেকে মুক্ত হলো মহাসড়কটি। এছাড়া চান্দাকোনায় আরেকটি সেতুও খুলে দেয়া হয়েছে। এতে করে এ মহাসড়কে অনেকটাই স্বস্তি ফিরে আসবে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি