ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রের লাশ ভাসল ২দিন পর

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৩, ২৫ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

পটুয়াখালীর লোহালিয়া নদীতে গোসলে নেমে নিখোঁজের দুইদিন পর স্কুলছাত্র মো. জিহাদের (৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে লোহালিয়া নদীর চরগরবদী ফেরিঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

নিহত জিহাদ দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের মিন্টু মীরার ছেলে। সে চরবয়রা মাধ্যমিক বিদ্যালয়রে চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। 

স্থানীয়রা জানান, সোমবার সকালে চরগরবদী ফেরিঘাট সংলগ্ন লোহালিয়া নদীতে লাশটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এর আগে শনিবার (২৩ এপ্রিল) দুপুরে জিহাদসহ তার ৫ বন্ধু পাংশিঘাটা খেয়াঘাট সংলগ্ন লোহালিয়া নদীতে গোসল করতে নামে। এসময় স্রোতের টানে ভেসে যায় জিহাদ। পরে গত দুইদিন ওই নদীতে জিহাদকে উদ্ধারে অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরী দল। 

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি