ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

বাঁশ ঝাড়ে মিলল নিখোঁজ বৃদ্ধের মৃতদেহ

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৬, ২৬ এপ্রিল ২০২২ | আপডেট: ১২:১৭, ২৬ এপ্রিল ২০২২

নাটোরের সিংড়া থেকে নিখোঁজের তিনদিন পর জাবেদ আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে সিংড়া ও সদর উপজেলার সীমান্তবর্তী গোবিন্দপুর এলাকার একটি বাঁশ ঝাড়ের মধ্যে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে সিংড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। 

এলাকাবাসী জানায়, সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের সামারকোল গ্রামের বাসিন্দা জাবেদ আলী  গত ২২ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়, তারপর থেকে তার আর কোন খোঁজ মিলছিলো না। 

পরে সোমবার রাত ৮টার দিকে গোবিন্দপুর এলাকার একটি বাঁশ ঝাড়ের মধ্যে থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা গিয়ে অজ্ঞাত ওই বৃদ্ধের মৃত দেহ পড়ে থাকতে দেখে। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় মৃতদেহটি জাবেদের বলে সনাক্ত করে তার ছেলে মনিরুল ইসলাম।
 
মনিরুল ইসলাম জানান, তারা বাবা জাবেদ আলী সম্প্রতি মানসিক রোগে আক্রান্ত হয়েছিলেন।

সিংড়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘‘লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি নেয়া হচ্ছে।’’  

আরএমএ/এমএম
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি