ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

শেখ রাসেল পরিষদের উদ্যোগে পীরগাছায় ইফতার ও দোয়া মাহফিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৪, ২৬ এপ্রিল ২০২২

দিনমজুর, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের হাতে ইফতার তুলে দিয়েছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের পীরগাছা উপজেলা শাখা।

সোমবার বিকালে পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের গেট সংলগ্ন রাস্তায় ইফতার বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের পীরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল মাহমুদ মিলন। আরও উপস্থিত ছিলেন  সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু তারেক পাভেল, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের রংপুর জেলা শাখার সভাপতি মারুফ হাসান, সহ-সভাপতি শরিফ নেওয়াজ খান।

এছাড়া উপজেলা যুবলীগের সদস্য সুলতান মাহমুদ ডায়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহাফুর রহমান রুয়েল, সাবেক সাধারণ সম্পাদক আরিফুল হক রানা, রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য হারুন অর-রশিদ বাবুল ও পীরগাছা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামিম সরদার উপস্থিত ছিলেন।

এরপর পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ে নেতা-কর্মীদের নিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পীরগাছা উপজেলা শাখার আহ্বায়ক শাহ্ মোঃ শারেখ খন্দকার জয় সবুজ।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি