ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাটোরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩৫, ২৬ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

নাটোরের বড়াইগ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মোঃ শাহীন মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শরীফ উদ্দিন এই রায় দিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া কালিকাপুর এলাকার আফছার মিয়াজীর মেয়ে চাম্পা খাতুনের (২৫) সাথে ২০১৫সালে একই উপজেলার তেলো পশ্চিমপাড়া গ্রামের রইস উদ্দিন মণ্ডলের ছেলে শাহীন মণ্ডলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাম্পাকে নির্যাতন করতে থাকে স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন। 

বিয়ের ৬ মাস পর ২০১৬ সালের ২০ জানুয়ারী সকালে স্বামীসহ তার পরিবারের লোকজন যৌতুকের জন্য  চাম্পাকে নির্যাতন করে। এক পর্যায়ে চাম্পার গলা কেটে হত্যার পর তাকে  ঘরের মধ্যে ফেলে রেখে সবাই পালিয়ে যায়। 

খবর পেয়ে চাম্পার বাবা সহ এলাকাবাসী শ্বশুর বাড়িতে গিয়ে চাম্পাকে মৃত অবস্থায় পেলে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে আফছার মিয়াজী বাদি হয়ে বড়াইগ্রাম থানায় চাম্পার স্বামী শাহীন মণ্ডল,শ্বশুর রইস মণ্ডল ও শাশুড়ি রমেসা বেগম সহ অজ্ঞাত আরো ৪জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। 

তদন্ত শেষে পুলিশ শুধুমাত্র চাম্পার স্বামী শাহীন মণ্ডলের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে। তদন্তে শ্বশুর-শাশুড়ি সহ অন্যদের সম্পৃক্ততা না থাকায় তাদের অব্যাহতি দিয়ে শাহীন মন্ডলের বিরুদ্ধে চার্জশীট দেয় পুলিশ। 

মামলাটি বিচারের জন্য অত্র আদালতে প্রেরিত হলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শরীফ উদ্দিন স্বাক্ষ্য প্রমাণ শেষে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় শাহীন মণ্ডলকে উল্লেখিত দণ্ডে দণ্ডিত করেন।
 
আদালতের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটার আরিফুর রহমান রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডিত আসামীর উপস্থিতিইে রায় ঘোষণা করেন বিচারক। রায়ে আসামী শাহীন মন্ডলকে যাবজ্জীবন সহ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরো ৬ মাস বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছেন বিচারক।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি