ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মেহেরপুরে গৃহহীনদের সরকারী ঘর ও জমি বিতরণ

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৪, ২৬ এপ্রিল ২০২২

মেহেরপুরে গৃহহীন ৮৩ জনের মাঝে সরকারী ঘর ও দুই শতক করে জমি  বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টার দিকে মেহেরপুরের জেলা প্রশাসক ড.মুনসুর আলম খাঁন এসব ঘরের দলিল ও চাবি হস্তান্তর করেন। 

মেহেরপুর সদর উপজেলায় ৪০,গাংনী ৩২ ও মুজিবনগরে ১১টি ঘর হস্তান্তর করা হয়েছে বলে মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। 

সদর উপজেলা সভা কক্ষে ঘর বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন। প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক ড.মুনসুর আলম খাঁন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান এ্যাড ইয়ারুল ইসলাম। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম, জেলা জজ কোর্টের পিপি এ্যাড. পল্লব ভট্টাচার্য, বঙ্গবন্ধ শিক্ষা ও গবেষনা পরিষদ মেহেরপুর শাখার সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক সহ সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি