ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দীর্ঘ যানজট

রাজবাড়ী  প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩০, ২৬ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া অংশে মঙ্গলবার ফেরি পার হওয়ার অপেক্ষায় থাকা যানবাহনের কারণে ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

যানজটের সারিতে গত দুই তিন দিন আগের পণ্যবাহী ট্রাকও রয়েছে। ফেরি সংকট ও মাওয়া নৌরুটে পণ্যবাহী যানবাহন পারপার হতে না পারায় অতিরিক্ত যানবাহনের এই চাপ সৃষ্টি হয়েছে।

দৌলতদিয়ায় চারটি সচল ফেরি ঘাটের মধ্যে প্রতিটিতে পন্টুনের তিনটি করে পকেট থাকলেও সবগুলো পকেট দিয়ে যানবাহন লোড আনলোড হতে না পারায় সময় ব্যায় হচ্ছে কয়েকগুন। স্বাভাবিক সময়ে ফেরি লোড হতে পনের থেকে বিশ মিনিট সময় লাগলেও পন্টুন সমস্যায় এখন সময় লাগছে প্রায় এক ঘন্টা।

দৌলতদিয়া বিআইডব্লিউটিসি’র ঘাট ব্যাবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, ঈদের আগে যাত্রী ও যানবাহন পারাপারে আরো দুটি ফেরি দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের বহরে যোগ হতে তিন চারদিন সময় লাগবে। বর্তমানে ১৭টি ফেরি দিয়ে পারাপার সচল রাখা হয়েছে। দুটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে এখনও ভাসমান করাখনায় রয়েছে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি