ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জের বেলকুচিতে চার ডাকাত গ্রেফতার 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৩৮, ২৬ এপ্রিল ২০২২

সিরাজগঞ্জের বেলকুচিতে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাত চক্রের সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।  

সোমবার রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের আমবাড়িয়া থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো সিরাজগঞ্জ জেলার মালশাপাড়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে শরিফুল ইসলাম (ভুলন) ৩৬, একই গ্রামের মৃত হাতেম আলী প্রমানিকের ছেলে শহিদুল ইসলাম (৪৮), হোসেনপুর গ্রামের বাবুল শেখের ছেলে বেলাল শেখ (২৫), উপজেলার তামাই কুঠিপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে মিনহাজ (২০)।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, সোমবার রাতে  উপজেলার  আমবাড়িয়া এলাকায় ডাকাত চক্রের কিছু সদস্য ডাকাতির জন্য অবস্থান করছে বলে গোপন সংবাদ এলে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করতে সক্ষম হই। তাদের মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এমএম/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি