ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

২৯ এপ্রিল থেকে খুলনা-ঢাকা রুটে স্পেশাল ট্রেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৫, ২৬ এপ্রিল ২০২২

ঈদুল ফিতর উপলক্ষে খুলনা-ঢাকা রুটে ‘খুলনা স্পেশাল’ নামে অতিরিক্ত একটি ট্রেন চলাচল করবে। ২৯ এপ্রিল থেকে এ ট্রেনটি চলবে ১ মে পর্যন্ত। তবে ঈদের পর ফিরতি যাত্রায় এ ট্রেনটির সেবা মিলবে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

জানা গেছে, খুলনা স্পেশালের টিকিট শুধুমাত্র কাউন্টারেই পাওয়া যাবে।

খুলনা রেলওয়ে স্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার বলেন, ‘ঈদে ট্রেনের ৫০ শতাংশ টিকিট অনলাইনে এবং বাকি টিকিট স্টেশন কাউন্টার থেকে যাত্রীরা কিনতে পারবেন। ‘খুলনা স্পেশাল’ ট্রেন চালু হওয়ায় যাত্রীদের ভোগান্তি কিছুটা হলেও কমবে।’ 

এদিকে ঈদুল ফিতর উপলক্ষে আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনগুলোর সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। 

ঈদের আগে খুলনা স্পেশাল চালু করায় ভোগান্তি কমলেও ফিরতি যাত্রায় ভোগান্তি ঠিকই থাকবে। তাই ফিরতি যাত্রায়ও স্পেশাল ট্রেনের দাবি করেন যাত্রীরা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি