ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সড়ক দুর্ঘটনায় ডিজিএফআইয়ের দুই গোয়েন্দা নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৭, ২৬ এপ্রিল ২০২২

রাঙ্গামাটি জেলা শহরে সড়ক দুর্ঘটনায় ডিজিএফআইর গোয়েন্দা শাখায় কর্মরত দুই সদস্য নিহত হয়েছেন।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানান, সোমবার রাত আনুমানিক ১০টার দিকে শহরের পাবলিক হেলথ এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ইসা রুহুল (৩৮) এবং আবু দাউদুল হাসান (৩৮)। তারা দু’জনেই ডিজিএফআই রাঙ্গামাটি গোয়েন্দা শাখায় কর্মরত বলে জানা গেছে।

নিহত দাউদের বাড়ি ভোলা সদরের কালিবাড়ী রোড এলাকায় এবং নিহত ইসা রুহুলের বাড়ি সিরাজগঞ্জের শাহাজাদপুরের গোবিন্দপুর এলাকায়।

স্থানীয়রা জানান, সোমবার রাতে ডিজিএফআইয়ের দুই ফিল্ড অফিসার মোটরসাইকেলযোগে যাওয়ার সময় বিপরিত দিকে আসা বাসের চাপায় ঘটনাস্থলেই একজন মারা যান।

পরে স্থানীয়রা অন্যজনকে উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম বাংলাদেশ জানান, বাসের ধাক্কায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বাসটিকে আটক করা হয়েছে এবং দুর্ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।

নিহতদের মরদেহ পোস্টমর্টেমের পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। (বাসস)

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি