ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

শিশুদের সঙ্গে ইফতার করলেন না.গঞ্জ জেলা প্রশাসক

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ২২:৫৬, ২৬ এপ্রিল ২০২২ | আপডেট: ২২:৫৯, ২৬ এপ্রিল ২০২২

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নারায়ণগঞ্জের  চৌধুরীবাড়ীস্থ গোাদনাইল সরকারি আশ্রয়কেন্দ্রের শিশুদের সঙ্গে ইফতার করেছেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। 

এ সময়  উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা। মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

এ সময় শিশুররা জেলা প্রশাসককে কাছে পেয়ে আশ্রয়কেন্দ্রের তাদের নানা কথা তুলে ধরেন। জেলা প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা শিশুদের বিনোদন ও খেলাধুলার বিষয়ে বিশেষ উপকার (ক্রীড়া সামগ্রী) বিতরণের ঘোষণা করেন।    

ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, জেল প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) এসএম রাসেল ইসলাম নূর, দৈনিক সংবাদচর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মুন্না খানসহ প্রমুখ।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি