ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

দিনাজপুরে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড পাঁচটি গ্রাম

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২২, ২৭ এপ্রিল ২০২২

দিনাজপুরের নবাবগঞ্জে গভীর রাতে কালবৈশাখী ঝড়ে পাঁচটি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক ব্যক্তি। আর ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশ’ বিঘা জমির ধান।

মঙ্গলবার রাতে এই লণ্ডভণ্ডকারী ঝড়ের কবলে পড়েছিলেন নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের বাসিন্দারা।

খবর পেয়ে তৎক্ষণাত দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক ঘটনাস্থল পরিদর্শন করেন। সারারাত সেখানে অবস্থান করে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। পাশাপাশি বাড়ি বাড়ি ঘুরে আর্থিক ও খাদ্য সহায়তা বিতরণ করেন তিনি।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সায়েম সবুজ জানান, মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হয়। এতে কুশদহ ইউনিয়নের গিলা ঝুঁকি, ছাবেদগঞ্জ, মাহাতাবপাড়া,  শাল্টিপাড়া, ঘোনাপাড়া গ্রাম লণ্ডভণ্ড হয়ে যায়।

প্রায় দুই সহস্রাধিক কাঁচা ও আধাপাকা বাড়ি ঘর ভেঙে গেছে। এতে আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক ব্যক্তি। 

জানা যায়, গ্রামের লোকজন তখন ঘুমিয়ে ছিলেন। কোন কিছু বুঝে ওঠার আগেই ঝড়ে ইট ও মাটির দেয়াল ঘুমন্ত গ্রামবাসীর উপর ভেঙে পড়ে। এতে মারা যায় অসংখ্য গবাদিপশু, আহত হয় অনেক গ্রামবাসীও।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি