ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

প্রতিবন্ধী পুত্রের হাতে মায়ের মৃত্যু, আহত বাবা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫২, ২৭ এপ্রিল ২০২২

সিরাজগঞ্জ শহরের ধানবান্ধীতে মানসিক প্রতিবন্ধী পুত্রের লাঠির আঘাতে মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। একই ঘটনায় আহত পিতা শাহ জামালকে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। 

বুধবার দুপুরে মা আঞ্জুয়ারা বেগম মারা যান। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় পৌর এলাকার এ ঘটনা ঘটে। নিহত আঞ্জুয়ারা বেগম (৫৫) শাহ-জামাল হোসেনের স্ত্রী। 

সিরাজগঞ্জ সদর থানায় পরিদর্শক (তদন্ত) সুমন কুমার দাস ও নিহতদের স্বজনেরা জানান, ধানবান্ধি এলাকার আরিফ (২৮) একজন মানসিক ভারসাম্যহীন। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করে সে তার বাবা-মাকে বাঁশের লাঠি দিয়ে বেদম প্রহর করতে থাকেন। 

এতে গুরুতর আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বুধবার দুপুরে মা আঞ্জুয়ারা বেগম মারা যান। 

এরপর বাবা শাহজামালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে ওসি (তদন্ত) সুমন কুমার দাস জানান, মৃত্যুর খবর পাবার পরপরই ঘাতক পুত্র পালিয়েছে। তাকে ধরতে পুলিশ তৎপরতা চালাচ্ছে বলে জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি