ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিজয়নগরের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২১, ২৭ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার বুধন্তী ইউনিয়নের শশই নামক ঢাকা-সিলেট মহাসড়কে এলাকার এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। 

এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার (ওসি) সুখেন্দু বসু জানান, সিলেট থেকে আসা ঢাকাগামী এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জের মাধবপুরগামী দিগন্ত পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনাকবলিত বাস দুটির উদ্ধার কাজ চলছে। তবে দুর্ঘটনার পর পরই চালকরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি