ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল কলারোয়ার ৩ হাজার পরিবার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৮, ২৭ এপ্রিল ২০২২

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সাতক্ষীরার কলারোয়া পৌরসভার ৯টি ওয়ার্ডে গরিব অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) সকালে কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জমামান বুলবুল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

এসময় পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩ হাজার, ৮১টি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর সচিব তুষার কান্তি দাস, কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, শফিউল আলম শফি, শেখ জামিল হোসেন, মেজবাহ উদ্দীন লিলু, আলফাজ উদ্দীন, আকিমুদ্দিন আকি, শেখ ইমাদ হোসেন, ফারহানা হোসেন, সন্ধ্যা রাণী বর্মণ, দিতি খাতুনসহ পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি