ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শার্শায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত : ০০:০৬, ২৮ এপ্রিল ২০২২ | আপডেট: ০০:০৯, ২৮ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

যশোরের শার্শায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (২৭ এপ্রিল) বিকেলে শার্শা থানার সাতমাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেপ্তারকৃতরা হলো শার্শা থানার গোগা পূর্বপাড়ার ইয়ার আলী মোল্লার ছেলে আক্কাছ আলী (৩০) ও একই এলাকার রফিকুল মোল্লার ছেলে আলামিন মোল্লা (৩২)।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি রুপন কুমার সরকার জানান, মাদক বেচাকেনার গোপন খবরে ডিবি যশোরের এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে একটি দল সাতমাইল-গোগা সড়কের ইউনাইটেড আদর্শ কলেজ মাঠের সামনে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করে।  এ ব্যাপারে শার্শা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের থানায় সোপর্দ করা হয়েছে। 
কেআই//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি