ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

টঙ্গীতে ছুরিকাঘাতে পোশাককর্মী নিহত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৯, ২৮ এপ্রিল ২০২২

স্বজনদের আহাজারি

স্বজনদের আহাজারি

গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক পোশাককর্মী নিহত হয়েছেন। 

বুধবার রাত ৮টার দিকে টঙ্গীর মরকুন টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ জায়েদ মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

৪৫ বছর বয়সী নিহত আবুল কাশেম জামালপুরের ইসলামপুর থানার বাসিন্দা। তিনি স্বপরিবারে মরকুন টেকপাড়া এলাকার ভাড়া বাড়িতে থাকতেন এবং স্থানীয় একটি ফেব্রিকস কারখানায় সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

রাত আটটায় কারখানা ছুটির পর বাসায় ফেরার পথে টেকপাড়া হাউজিং সোসাইটির বালুর মাঠে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত আবুল কাশেমের গতিরোধ করে৷ এসময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 

আশপাশের লোকজন তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয়। পরে তারা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা-নিরীক্ষার পর কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে বলে জানান টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ জায়েদ মাসুদ।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি