ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

উত্তরে ঈদযাত্রায় নেই যানজট, স্বস্তি যাত্রীদের

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫২, ২৮ এপ্রিল ২০২২

গাড়ীর চাপ থাকলেও সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে নেই যানজট। ঈদের এই ব্যস্ত সময়ে মাত্র ৩ ঘন্টায় ঢাকা থেকে সিরাজগঞ্জ ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।

বৃহস্পতিবার ভোর থেকে ঈদে ঘরে ফেরা মানুষদের নিয়ে নির্বিগ্নে ছুটে যাচ্ছে উত্তর-দক্ষিণ অঞ্চলের ২২ জেলার গাড়ি।

এই সড়কের ৩শ’ মিটার নলকা নব নির্মিত সেতুর দক্ষিণ পাশের এক লেন চালু করায় অনেকটাই কমে গেছে যানবাহনের দীর্ঘ জট।

সড়কের ব্যবস্থাপনায় সন্তুষ্ট যাত্রীরা। 

ঢাকার গাবতলী থেকে কড্ডার মোড় বাসে এসে নামেন সিরাজগঞ্জ শহরের আবুল হোসেন। তিনি জানান, মাত্র ৩ ঘন্টায় ঢাকা থেকে এলাকায় এসে পৌঁছেছি। এর চেয়ে আর স্বস্তির কিছু নেই। ভাড়াও তেমন বৃদ্ধি করা হয়নি। এরকমই যেন ঈদযাত্রা নির্বিগ্ন থাকে।

এদিকে, সিরাজগঞ্জের কড্ডা ট্রাফিক ফাঁড়ির ইনচার্জ শাহ মোঃ আবুল আলা মওদুদ জানান, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর থেকে চান্দাইকোনা পর্যন্ত ৪০ কিলোমিটার মহসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জেলা পুলিশের ২৫টি ও ২০টি মোবাইল টিম কাজ করছে। 

এবার মানুষের যাতায়াত নির্বিগ্ন হবে। তবে চালকদের সুশৃঙ্খল হয়ে স্ব-স্ব লেন ব্যবহার ও ওভারটেকিং না করে গাড়ী চালালে যানজট মুক্ত থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি