ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

তিনবিঘা জমি জুড়ে যে আমগাছটির বিস্তার (ভিডিও)

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৪, ২৮ এপ্রিল ২০২২ | আপডেট: ১৫:১৫, ২৮ এপ্রিল ২০২২

মানুষের কল্পনাকেও হার মানিয়ে প্রায় তিনবিঘা জমি জুড়ে আমগাছটির বিস্তার। বয়সও কম নয়, প্রায় দুশ’ বছর। উত্তরের শান্ত জনপদের বিশাল এই গাছটিকে দেখতে প্রতিনিয়তই আসেন দর্শনার্থীরা।

ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী হরিণমারী গ্রামে রয়েছে দেশের সবচেয়ে বড় আমগাছটি।

বিশালত্বের কারণে দূর থেকে দেখলে মনে হয়, ছোটখাট আমের বাগান। তবে কাছে গেলেই ভাঙে ভুল। বাগান নয়, বিশাল ডালপালা বিস্তৃত একটি মাত্র গাছ।

সারাদেশের মানুষের কাছেই বিস্ময়কর আমগাছটি। চোখ জুড়াতে তাই এখানে ভিড় জমান দর্শনার্থীরা।

দর্শনার্থীরা জানান, “সত্যি মুগ্ধ যে ঠাকুরগাঁওয়ে এই আমগাছটি আছে। সবাই আমরা আগে জেনেছি তবে আজকে দেখে তারচেয়েও রহস্যময় ও অদ্ভুত মনে হয়েছে। এখানে না আসলে সুন্দর একটা জায়গা মিস করতাম।”

মালিক নুরুল ইসলাম গাছটিকে ঘিরে জানালেন ভবিষ্যৎ পরিকল্পনার কথা।

নুরুল ইসলাম বলেন, “গাছটি ঘিরে আরও বিভিন্ন জিনিস করার চিন্তা ভাবনা আছে। যদি একটু সহযোগিতা পাই।”

তবে আমগাছের জায়গাটি অধিগ্রহণ করে পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে নানা পদক্ষেপ নিচ্ছে প্রশাসন।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা যোবায়ের হোসেন বলেন, “এখানে জমি অধিগ্রহণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। ওখানে বিনোদনমূলক কিছু কার্যক্রমের প্রস্তাব রয়েছে। এসব মিলিয়ে প্রায় ২০ কোটি টাকার প্রস্তাব পাঠান হয়েছে।”

অসংখ্য ইতিহাসের নীরব সাক্ষী প্রাচীন সূর্যপুরী আমগাছটি টিকিয়ে রাখার দাবি স্থানীয়দের।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি