ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নাটোরে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার প্রদান   

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৮, ২৮ এপ্রিল ২০২২ | আপডেট: ১৫:৪০, ২৮ এপ্রিল ২০২২

নাটোরে শেখ রকিবুল ফাউন্ডেশন নামক একটি সংগঠন সুবিধাবঞ্চিত শিশুর হাতে তুলে দিয়েছে ঈদের নতুন জামা। শহরের শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর ঈদকে রাঙ্গিয়ে তুলতে বাহারি রঙ্গের এসব নতুন পোশাক উপহার দিয়েছে প্রতিষ্ঠানটি।
 
বৃহস্পতিবার নাটোরের কানাইখালী এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে পোশাক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ রিফাদ মাহমুদ। 

ঈদের নতুন পোশাক পেয়ে দারুন খুশি শিশুরা। 

রিফাদ মাহমুদ বলেন, ‘‘সামাজিক ও মানবিক কাজ করার উদ্দেশ্য এই ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। ক্ষুধা, দারিদ্র্যমুক্ত শিক্ষিত সমাজ গড়ার লক্ষ্যে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।’’ 

এ’সময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ মো. রকিবুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেনে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু, সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম , অধ্যাপক ইসমেতারা বানু,  প্রভাষক সাহাজুল ইসলাম,  রাজু শেখ,  গোলাম রাব্বানী, সাদমান সৌমিক, রিয়াদ মাহবুব সহ অনেকে।
 
আরএমএ/এমএম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি