ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জের পাঁচলিয়ায় মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৯, ২৯ এপ্রিল ২০২২

ঈদে বাড়ি ফেরা পথে সিরাজগঞ্জের পাঁচলিয়ায় মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের নাম শান্তনা বেগম। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সুবাইল সরকার পাড়া গ্রামের আব্দুল মাজের স্ত্রী। এ ঘটনায় তার স্বামী আব্দুল মাজেদ ও মেয়ে মাকসুদা খাতুন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের পাঁচলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, মোটরসাইকেল যোগে আব্দুল মাজেদ, তার স্ত্রী ও শিশু কন্যাকে নিয়ে ঈদ করতে ঢাকা থেকে গাইবান্ধা যাচ্ছিলেন। তারা পাঁচলিয়া বাজার এলাকায় পৌঁছালে সিমেন্ট বোঝাই একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে শান্তনা বেগম ট্রাকের চাকার নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি