ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

সরাইলে ৪৬ কেজি গাঁজাসহ পিকআপ আটক

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৫০, ২৯ এপ্রিল ২০২২ | আপডেট: ১৭:৫২, ২৯ এপ্রিল ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৪৬ কেজি গাঁজাসহ ১টি পিকআপ গাড়ি আটক করেছে সরাইল থানা পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার সরাইল নাছিরনগর সড়কের জিলুকদারপাড়া এলাকা থেকে অভিযান পরিচালনা করে এসব আটক করা হয়।

সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন সরাইল থানা পুলিশ। এ সময় মাদক পাচারকারীরা টের পেয়ে গাঁজাসহ পিকআপ রাস্তায় রেখে পালিয়ে গেলে পুলিশ গাঁজাসহ পিকআপটি আটক করেন। 

এ বিষয়ে সরাইল থানায় মামলা রুজু হয়েছে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি