ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মোংলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ২ 

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ২২:৫৪, ২৯ এপ্রিল ২০২২

মোংলায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব। করার জন্য সংগঠিত হয়ে গোপনে অবস্থান করছে। 

র‌্যাব-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দিবাগত রাত দেড়টার সময় উপজেলার সিকি সোনাইলতলা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন মো. কামাল শেখ (২৩) ও মো. লাভলু হাওলাদার (২৯)। এ সময় তাদের কাছ থেকে ৫টি ধারালো হাসুয়া, ৩টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৪১০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত মালামালসহ গ্রেফতারকৃতদেরকে শুক্রবার বিকেলে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। 

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, র‌্যাবের হস্তান্তরকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর শনিবার সকালে বাগেরহাট জেলহাজতে প্রেরণ করা হবে। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি