ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে যাত্রীবাহী বাস খাদে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৭, ৩০ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বেপরোয়া গতির যাত্রীবাহী বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলকে চাপা দেয়ায় আরমান মিয়া (৩২) নামের এক আরোহী নিহত হয়েছেন। 

শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরমান মিয়া নরসিংদী জেলার বেলাব উপজেলার আলফাজ উদ্দিনের ছেলে। 

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু জানান, হবিগঞ্জের মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার কাউতুলীগামী দিগন্ত পরিবহনের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে খাদে পড়ে যায়। এসময় সড়কের পাশে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা এক যুবক বাসের চাপায় নিহত হয়। 

মরদেহ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠানোর হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি