ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

শতাধিক এতিম ও পথশিশু পেল ঈদ পোশাক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৪, ৩০ এপ্রিল ২০২২

‘আমরাও কিনুম ঈদের খুশি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানবিক সংগঠন ‘হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে শতাধিক এতিম ও পথশিশুদের ঈদ উপহার হিসেবে পছন্দের কাপড় তাদের হাতে তুলে দেয়া হয়েছে।
 
শুক্রবার জেলার বিভিন্ন উপজেলার এতিম ও প্রকৃত ছিন্নমূল পথশিশুদের নিয়ে শহরের সমবায় মার্কেটসহ বিভিন্ন মার্কেটে ঘুরে ঘুরে তাদের পছন্দসই কাপড় কিনে দেয়া হয়। 

নিজেদের পছন্দের কাপড় পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন শিশুরা। কারো কারো চোখে ছিল আনন্দের অশ্রুধারা। 

এরপরে এসব সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়ার মডারেটর এডভোকেট কনক রাসেল, খালেদ হাসান আজাদ, মোঃ জুনায়েদ ভুইয়া, স্বাস্থ্য সহকারী সুজন খান, ফায়েজুর রহমান, আরিফ চৌধুরীসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি