ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

চাঁদপুরে ত্রাণ বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩২, ৩০ এপ্রিল ২০২২ | আপডেট: ১৫:৩৫, ৩০ এপ্রিল ২০২২

পবিত্র রমজান উপলক্ষে অসহায় গরীর দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ডা: ইউনুস মিয়া ফাউন্ডেশন। 

শনিবার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বিরামপুরে ডা: ইউনুস মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরন করা হয়।

এ সময় অর্ধশত মানুষের মাঝে চাল, ডাল, তেল, লবন, পেঁয়াজ এবং নগদ অর্থসহায়তা দেয়া হয়। 

খাদ্যসামগ্রী বিতরণ কালে স্থানীয় চেয়ারম্যান শাহজাহান মাস্টার, স্থানীয় ইউপি সদস্য মো: আবু তাহের, মাওলানা ইব্রাহীম খলিল, অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, মাওলানা বেলাল বিন মোস্তফা কামাল এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, “প্রয়াত বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ডা: মো: ইউনুস মিয়ার মতো সমাজ সেবায় একালার সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গরীব দুখী মানুষের পাশে দাঁড়াতে হবে। তাহলেই সুন্দর একটি সমাজ বিনির্মাণ করা সম্ভব হবে।”
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি