ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাজবাড়ীতে ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫১, ৩০ এপ্রিল ২০২২

রাজবাড়ীর পাংশায় তরমুজবাহি ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছে। নিহতের নাম মাহাবুবুর রহমান (৩০)। সে সিরাজগঞ্জ সদর উপজেলার আমলাপাড়া এলাকার আবুল কালামের ছেলে।

শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পাংশা হাইওয়ে থানার ওসি মো. লিয়াকত আলী জানায়, কুষ্টিয়াগামি একটি তরমুজবাহি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটচালক নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

তিনি আরও জানায়, যে স্থানটিতে দুর্ঘটনা ঘটেছে সেখানে বাঁক ছিল। প্রাথমিকভাবে ধারণা করছে বাঁক থাকার কারণে এবং বেপরোয়া গতি থাকার কারণে দুর্ঘটনা ঘটেছে। ট্রাক চালক ও তার সহযোগী পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা অব্যহত রেখেছে পুলিশ।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি