ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪০, ৩০ এপ্রিল ২০২২

গ্রেফতারকৃত মো. সুমন

গ্রেফতারকৃত মো. সুমন

Ekushey Television Ltd.

নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোর্ট ইউনিয়নে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. সুমন (২৬) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩০ এপ্রিল) সকালে এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

এর আগে, মৌখিক অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযুক্তকে উপজেলার পশ্চিম বদলকোট গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. সুমন একই উপজেলার বদলকোর্ট ইউনিয়নের পশ্চিম বদলকোট গ্রামের শেখ বাড়ির আব্দুল কুদ্দুছের ছেলে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে নির্যাতিত শিশুটির মা বাড়ির পাশে একটি বাসায় ঝিয়ের কাজ করতে যায়। তখন তার সাত বছরের মেয়েটি মায়ের সঙ্গে ছিল। দুপুরের দিকে শিশুটি তার মাকে বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ি ফেরার পথে শিশুটিকে তার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে সুমন পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি শিশুটি তার মাকে জানায়। ভিকটিমের মা শুক্রবার রাতেই মৌখিক অভিযোগ দিলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত সুমনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির মায়ের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি