ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নোয়াখালীতে বাস-বাইক সংঘর্ষে নিহত ১

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩০, ১ মে ২০২২

নোয়াখালীর সেনবাগে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটর বাইক চালকের মৃত্যু এবং বাইকের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।

সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী জানান, শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টায় ফেনী-নোয়াখালী মহাসড়কের মোহাম্মদপুর ইউনিয়নের কল্যান্দি সংলগ্ন গোপালপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মো. ফয়সাল সেনবাগ উপজেলার উত্তর মোহাম্মদপুরের সেকান্দর ব্যাপারী বাড়ির কামাল হোসেনের ছেলে।

দুর্ঘটনা কবলিত বাস এবং বাইকটি চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। 

ওসি ইকবাল জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী নিলাচল পরিবহনের বাসের সঙ্গে সেবারহাটমুখী একটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই বাইকের চালক ফয়সাল (৩০) মারা যান। 

তার সঙ্গে থাকা বু (২৮) ও তানভীরকে (২২) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেন স্থানীয়রা। 
বাবু ফেনী সদর হাসপাতালে এবং তানভীর ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি