১০ টাকার ঈদ বাজার!
প্রকাশিত : ১৪:১৯, ১ মে ২০২২ | আপডেট: ১৭:০৮, ১ মে ২০২২
১০ টাকার ঈদ বাজার, সেই বাজারে কি নেই! বড়দের পোশাক থেকে শুরু করে ছোটদের শার্ট, প্যান্ট, পাঞ্জাবী, মেয়েদের বিভিন্ন রকমের বাহারি পোশাক। আর এসবের ক্রেতারা ছিলেন স্বল্প আয়ের মানুষেরা।
স্বল্প আয়ের মানুষ ১০ টাকা দিয়ে তাদের পছন্দমত ঈদের জামা কাপড় ক্রয় করেন। ১০ টাকা মূল্যের পোশাক পেয়ে খুশি সাধারণ মানুষ।
এমন ঈদ বাজারের উদ্যোগ নেয় পাবনা সুজানগর আবুল কাশেম ফাউন্ডেশন মানবতার সেবায় স্বেচ্ছাসেবী সংগঠন।
বৃহস্পতিবার দিনব্যাপী সুজানগর কাশেম প্লাজায় এই ঈদ বাজারের আয়োজন করা হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সানজিদা ইয়াসমিন টুম্পা বলেন, ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ।
উদ্যোক্তারা জানান, চাইলে যাকাত হিসাবেও এই বাজার দিতে পারতেন তারা। তবে দুস্থ মানুষ যাতে ঈদের বাজার কেনার তৃপ্তি পান এই কারণেই দশ টাকা করে মূল্য নির্ধারণ করা হয়েছে।
সারা বাংলাদেশেই এমন মানবতার উদাহরণ সৃষ্টি হোক এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
এসবি/
আরও পড়ুন