ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ধুনটে দৃষ্টি প্রতিবন্ধীদের ঈদ উপহার দিল ‘স্বপ্নসেবা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৩, ১ মে ২০২২

বগুড়ার ধুনটে ৩০ জন দৃষ্টি প্রতিবন্ধীকে ঈদ উপহার দিয়েছে ‘স্বপ্নসেবা’ নামক সামাজিক সংগঠন। শনিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে প্রতিবন্ধীদের মাঝে লাচ্ছা, চিনি, সেমাই, লুঙ্গি, থ্রি-পিসসহ যাতায়াত সম্মানী দেয়া হয়।

সংগঠনটির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধুনট পৌরসভার মেয়র এ জি এম বাদশাহ্। 

সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তফিজ উদ্দিন ও সিনিয়র সহকারী শিক্ষক সোলায়মান আলী।

এসময় আরও উপস্থিত ছিলেন, স্বপ্নসেবার প্রচার সম্পাদক এস এম আরিফুল আমিন, সদস্য নিত্যানন্দশীল, আলো, কায়েস, স্বাধীন, রাসেল, সজিব, উজ্জ্বল, এনামুল, রাতুল, প্রান্ত প্রমুখ।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি