ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ বন্ধুর

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৫, ১ মে ২০২২

নিহত দুই বন্ধু শান্ত ও শিমুল

নিহত দুই বন্ধু শান্ত ও শিমুল

Ekushey Television Ltd.

জয়পুরহাটে দুই বন্ধু ঘুরতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মোসাদ্দেক হোসেন শিমুল (১৮) ও শান্ত (২০) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শনিবার রাতে পুরানাপৈল-হিলি বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মোসাদ্দেক হোসেন শিমুল জয়পুরহাট পৌর শহরের পাঁচুরচক মহল্লার কদ্দুস ফকিরের ছেলে। আর শান্ত আরাম নগর মহল্লার সমির উদ্দিনের ছেলে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, রাতে শিমুল ও শান্ত দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পথে পুরানাপৈল-হিলি বাইপাস সড়কের পারুলিয়া ফকির পাড়া  এলাকায় পৌঁছলে শিমুল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই মোটরসাইকেলে থাকা শান্ত গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শান্তর মৃত্যু হয়। 

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি