ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

পটুয়াখালীর বদরপুরে ঈদুল ফিতর উদযাপন

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৫, ১ মে ২০২২

আফগানিস্তান, বুলগেরিয়া, নাইজেরিয়াসহ কয়েকটি দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বদররপুর গ্রামের বাসিন্দারা রোববার ঈদুল ফিতর উদযাপন করেছেন। 

বদরপুর দরগাহ শরীফ জামে মসজিদে সকাল ১০টায় ঈদের প্রধান জামাত হয়। 

মসজিদের খতিব মাওলানা মো. শফিকুল ইসলাম আব্দুল গনি বলেন, “আফগানিস্তান, বুলগেরিয়া ও নাইজিরিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় বিশ্বের কয়েকটি দেশের সঙ্গে একইদিনে আমরা রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আযহা উদযাপন করি।”

প্রায় ৮২ বছর ধরে এই নিয়ম চলে আসছে বলে জানান তিনি।

আরএমএ/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি