ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গাংনীতে বিদ্যুৎতায়িত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:৫৮, ১ মে ২০২২

Ekushey Television Ltd.

মেহেরপুরের গাংনীতে বিদ্যুতায়িত হয়ে লাল্টু মিয়া (৩৭) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে ঈদগা পাড়ায় এ ঘটনা ঘটে। লাল্টু মিয়া মহিলা কলেজ পাড়ার মৃত বিল্লাল হোসেনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গাংনী ঈদগাহ পাড়ার জাকিউল ইসলাম মাস্টারের বাড়ির ছাদে লোহার কলামের সাটারিং খোলার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে নীচে পড়ে যান লাল্টু। তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। 

পরিবারের সদস্যরা জানান, লাল্টু পেশায় ট্রাকচালক ও বালু ব্যবসায়ী হলেও সম্প্রতি ছাদ ঢালাইয়ের লোহার সরঞ্জাম ভাড়া দিচ্ছিলেন।

গাংনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সীমা জানান, হাসপাতালে আনার আগেই লাল্টুর মৃত্যু হয়েছে। 

গাংনী থানার ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, ঘটনার তদন্ত হচ্ছে। লাল্টুর পরিবারের কাছ থেকে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরএমএ/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি