ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গভীর রাতে সিলেটের হকার্স মার্কেটে আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬, ২ মে ২০২২

Ekushey Television Ltd.

সিলেট নগরীর লালদিঘিরপাড় হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১ মে) দিবাগত রাত সাড়ে ৩টায় আগুনের সূত্রপাত ঘটেছে।

মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। সিলেটের বৃহত্তম এই মার্কেট মূলত পাইকারি মার্কেট হিসেবে পরিচিত।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মামুন পারভেজ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে হকার্স মার্কেটের ৫ নং গলি থেকে এই আগুনের সূত্রপাত। মুহূর্তেই তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়লে বেশ কয়েকটি দোকান ভস্মীভূত হয়ে যায়। 

হকার্স মার্কেটের এই এলাকায় দোকানের সংখ্যা শতাধিক। ভয়াবহ এই আগুনের ফলে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

সিলেট ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মামুন পারভেজ বলেন, “সবচেয়ে বড় এ মার্কেটে রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগে। আগুন নেভাতে ১৩টি ইউনিট কাজ করেছে। পরে তদন্ত সাপেক্ষে আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাব।”
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি