ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

যাত্রীশূন্য শিমুলিয়া ও পাটুরিয়া ঘাট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪২, ২ মে ২০২২

Ekushey Television Ltd.

ঈদের আগের দিন যাত্রীদের চাপ নেই মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে। গত তিন দিন ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় থাকলেও আজ অনেকটাই ফাঁকা শিমুলিয়া ঘাট। সকাল থেকেই ঘাটের পরিবেশ স্বাভাবিক। স্বাভাবিক রয়েছে ফেরি, লঞ্চ এবং স্পিডবোট চলাচলও। একই চিত্র পাটুরিয়া ঘাটে। 

সোমবার (২ মে) সকাল সাড়ে ৯টায় ঘাট এলাকা ঘুরে এমন পরিস্থিতি দেখা যায়। 

শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়,  সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ছয়টি ফেরি ঘাট ছেড়ে গেছে।

সারাদিন মোট ১০টি ফেরি, ৮৫টি লঞ্চ ও ১৫৪টি স্পিড বোট এই ঘাটে চলাচল করবে। রাতেও সাতটি ফেরি চলাচল করবে। 

ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ঈদ হতে পারে এমন ভেবে অধিকাংশ যাত্রী রাতের মধ্যেই তাদের গন্তব্যে পৌঁছে গেছেন। সেকারণে ঘাট কিছুটা ফাঁকা। তবে দুপুরের পর যাত্রী চাপ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে সোমবার সকাল থেকেই অনেকটা নীরব পাটুরিয়া ঘাট। চাপ কম থাকায় কয়েকটি ফেরি পন্টুনে নোঙ্গর করে রাখা হয়েছে।

একেবারেই ফাঁকা রয়েছে পাটুরিয়ার দুটি ট্রাক টার্মিনাল। ঘাটে আসা যানবাহনগুলো সরাসরি ফেরিতে উঠে যাচ্ছে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি