ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মৌলভীবাজারে ঈদের জামাত অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৩, ২ মে ২০২২

সৌদি আরবের সাথে মিল রেখে মৌলভীবাজার সার্কিট হাউস এলাকায় ঈদুল ফিতরের একটি জামাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাতটায় এ ঈদের জামাতে ইমামতি করেন আব্দুল মাওফিক চৌধুরী। 

নামাজে শতাধিক মুসল্লি অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতীর কল্যাণে দোয়া করা হয়।

ইমাম আব্দুল মাওফিক চৌধুরী জানান, দীর্ঘ ১৫ বছর ধরে মৌলভীবাজার সার্কিট হাউস এলাকায় তার বাসার ছাদে অথবা বাসার উঠানে ঈদের জামাত হয়ে আসছে। 
নামাজ শেষে তিনি সবাইকে মিষ্টিমুখ করান।
আরএমএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি