ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বেতন-বোনাসের পুরো টাকায় অসহায়দের ঈদ উপহার

জয়পুরহাট প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৪৬, ২ মে ২০২২

পরিবার নিয়ে  ঈদের বাজার করতে বেতন-বোনাসের জন্য অপেক্ষা করেন চাকরিজীবীরা। আবার অনেক পরিবারের কথা না ভেবে মানবিক দিক বিবেচনা করে অসহায়দের মুখে হাসি ফুটিয়ে থাকেন। 

তেমনি বেসরকারি উন্নয়ন সংস্থা  জাকস ফাউন্ডেশনের সিনিয়র সহকারী পরিচালক খোরশেদ আলম ও তার স্ত্রী জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উম্মে কুলসুম তাদের বেতন ও বোনাসের সম্পূর্ণ টাকা দিয়ে ঈদ উপহার দিয়েছেন অসহায় ও দুঃস্থদের। 

শনিবার দুপুরে জেলার আক্কেলপুর উপজেলার চকবিলা এলাকায় ঈদ উপহার বিতরণ করা হয়। তিন শতাধিক অসহায় ও নিম্নবিত্তদের সেমাই, চিনি ও নগদ টাকা বিতরণ করা হয়। 

খোরশেদ আলম বলেন, “আমরা যারা চাকরি করি তারা তো বেতন পাচ্ছি। কিন্তু যারা দিনমজুর দিন এনে দিন খায়? ঈদ তো সকলের জন্যই সমান। তাই ঈদে সকলের মুখেই হাসি ফুটুক। এজন্যই এই ক্ষুদ্র প্রয়াস। 

“যদিও ইচ্ছে ছিল অনেক কিছু করার, কিন্তু সাধ্য নেই। তাই এই সামান্য কিছু ঈদ উপহার মানুষকে দিতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি।”
আরএমএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি