ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ঈদ আনন্দ ভাগ্যে জুটল না নছিমন চালকের

শরণখোলা সংবাদদাতা

প্রকাশিত : ১৪:১৫, ২ মে ২০২২

ঈদের আনন্দ ভাগ্যে জুটল না রফিকুল শাহ (২৮) নামে বাগেরহাটের শরণখোলার এক নছিমন চালকের। সোমবার (২ মে) দুপুর ১২টার দিকে উপজেলার রাজাপুর বাজার এলাকায় কাঠ বোঝাই নছিমন উল্টে চাপা পড়ে তার মৃত্যু হয়। আহত হন আরও ২ জন।

জানা গেছে, কাঠ বোঝাই নছিমনটি উপজেলার রাজাপুর বাজার এলাকায় পৌঁছলে এর চাকা পাংচার হয়ে যায়। আর সঙ্গে সঙ্গেই গাড়িটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে নছিমন চালক রফিকুল ওই গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। গাড়িতে থাকা অপর দুই জন আহত হয়েছেন।

নিহত রফিকুল শাহ উপজেলার পাহলানবাড়ি এলাকার নুরু শাহের পুত্র। তার স্ত্রী, একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। 

এদিকে, আহত দুই জনকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধানসাগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. ডালিম হোসেন এবং স্থানীয় সাংবাদিক শরণখোলা প্রেস ক্লাবের সভাপতি তাফালবাড়ি স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুল মালেক রেজা। 

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি