ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ঈদে আখাউড়া স্থলবন্দরে তিনদিনের ছুটি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪২, ২ মে ২০২২

ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে তিনদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। 

সোম থেকে আগামী বুধবার পর্যন্ত এ বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে।

তবে বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। 

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, “মে দিবস উপলক্ষে রবিবার বন্দরের কার্যক্রম বন্ধ ছিল। ঈদুল ফিতর উপলক্ষে সোম থেকে বুধবার পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ থাকবে। আগামী বৃহস্পতিবার থেকে যথারীতি পণ্য আমদানি-রফতানি কার্যক্রম চলবে।”
আরএমএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি