ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শেরপুরের ৭ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৬, ২ মে ২০২২ | আপডেট: ১৮:০৪, ২ মে ২০২২

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে মিল রেখে শেরপুর জেলার ৩টি উপজেলার ৭টি গ্রামে ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মে) সকাল ৭টা থেকে সাড়ে ৯টার মধ্যে এসব গ্রামে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। 

এদিন ঈদ পালন করা গ্রামগুলো হলো- শেরপুর সদর উপজেলার উত্তর চরখারচর ও চরখারচর মধ্যপাড়া জিকিরঘর, নকলা উপজেলার চরকৈয়া ও নারায়ণখোলা, ঝিনাইগাতী উপজেলার বনগাঁও চতল এবং নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয় আনিপাড়া।

প্রতিটি জামাতে দেড়শ’ থেকে দুইশ’ মুসল্লী অংশগ্রহণ করতে দেখা গেছে। এসব জামাতে পুরুষের পাশাপাশি নারী মুসল্লীরাও পর্দার ভিতরে থেকে নামাজ আদায় করেন।

প্রতিবারের মতো এবারও তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন এবং নামাজ শেষে কুশলাদি বিনিময় করেন।

অন্যদিকে, জেলার নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও পগাবিন্দনগর ছয়আনি পাড়ায় আফগানিস্থানের সাথে মিল রেখে রোববার ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি