ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ৩ মে ২০২২ | আপডেট: ১৫:১৪, ৩ মে ২০২২

Ekushey Television Ltd.

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মঙ্গলবার সারাদেশে পালিত হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। সকালে ঈদের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমানেরা। করেছেন কোলাকুলি, কুশল বিনিময়। সকাল সাতটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এরপর ধাপে ধাপে পাঁচটি জামায়াত হয়। এছাড়া জাতীয় ঈদগাহে হয়েছে প্রধান জামায়াত। ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে ঈদুল ফিতর।

একুশে টেলিভিশনের বিভিন্ন স্থানের প্রতিনিধিদের পাঠানো তথ্যে জানা যায়-
কক্সবাজার
করোনা সংকটের দু’বছর পরে উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে কক্সবাজারে পালিত হয়েছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

সকাল সাড়ে আটটায় জেলা প্রশাসনের সহযোগীতায় ও পৌরসভায় ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মওলানা মাহমুদুল হক।

পরে দেশবাসীর নিরাময় এবং শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। বায়তুশ শরফ মসজিদে সকাল পৌনে ন’টায় অনুষ্ঠিত পবিত্র ঈদুল ফিতরের নামাজ।

বাগেরহাট
বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ মে) সকাল সাড়ে ৭টায় বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। এই জমায়াতে ইমামতি করেন বাগেরহাট কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আযাদ। 

এর পরে সকাল সোয়া ৮ টায় ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ হেলাল উদ্দিনের ইমামতিতে দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় তৃতীয় ও শেষ জামায়াতে ইমামতি করেণ আলহেরা আলিম মাদরাসার শিক্ষক ও সিঙ্গাইর মসজিদের ইমাম মাও. মোঃ মুজাহিদুল ইসলাম।

তিনটি জামাতেই মুসলিম উম্মাহার শান্তি কামনা ও করোনাসহ সকল মহামারি থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া করেছেন ধর্মপ্রাণ মুসলমানগণ।

ভোলা
ভোলায় দুই বছর পর আবার কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন মুসল্লিরা। সকাল ৮টায় ভোলার যুগীর ঘোল কেন্দ্রিয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে ঈদের নামাজ আদায় করে মুসল্লিরা। কোরনার বিধি নিষেধ না থাকায় এবারের ঈদ গা  মাঠে ও মসজিদ গুলোতে ঢল নেমেছিল মুসুল্লিদের।

বৃষ্টির পূর্বাভাস থাকলেও সুষ্ঠু-সুন্দর পরিবেশে ঈদের জামাত আদায় করতে পেরে শুকরিয়া জ্ঞাপন করেছেন মুসুল্লিরা।

মোনাজাতে দেশ ও জাতীর মঙ্গল কামনা এবং করোনাসহ সকল মহামারী থেকে মুক্তি কামনা করা হয়। নামাজ শেষে পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসুল্লিরা।

মোংলা
মোংলায় পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মে) সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয় এ ঈদগাহে প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়। 

এতে ইমামতি করেন মোংলা পৌর শহরের প্রধান বাজার জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা তৈয়বুর রহমান। এরপর দ্বিতীয় জামাত পরিচালনা করেন মোংলা থানা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ কারী মো. জাহিদ হাসান।

এছাড়াও মোংলা পোর্ট পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানসহ উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে অন্তত ৬০/৭০টি জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন ইসলামী ফাউন্ডেশনের উপজেলা কর্মকর্তা মো. আবু হুরায়রা।

জয়পুরহাট
জয়পুরহাটে বৃষ্টির মধ্যে মসজিদে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ভোর ৬টা থেকে বৃষ্টি শুরু হওয়ায় জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহ সহ কোনো ঈদগাহ মাঠেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। 

সকাল ৮টায় জেলার কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন অধ্যক্ষ আব্দুল মতিন।

বৃষ্টি উপেক্ষা করে জেলার বিভিন্ন এলাকায় মসজিদে মসজিদে ঈদের জামাত শেষে মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে ঈদের চিরাচরিত ঐতিহ্য অনুযায়ী অনেকে কোলাকুলি করেন।

ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও জেলা শহরের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে ৮টায় সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড়মাঠ-কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। 

দীর্ঘ দুইবছর পর এখানে প্রায় এক লাখ মুসল্লী শান্তিপূর্ণ পরিবেশে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন এবং এতে ইমামতি করেন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার কামিল ডবল, এম এ (ইংরেজি ও আরবি) ফাস্ট ক্লাস এবং এমফিল অধ্যক্ষ আবুল হাসান ত্ব-হা। 

নামাজ শেষে খুৎবার পর সরকারের পক্ষে ঈদের শুভেচ্ছা বিনিময় করে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মাহবুবুর রহমান। 

এরআগে সকাল ৮টায় পুলিশ লাইনে প্রথম নামাজ অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় জেলা আনসার ভিডিপি মাঠে আহলে হাদিস অনুসারীদের জামাত অনুষ্ঠিত হয়। 
আরএমএ/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি