ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ আরোহী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৫, ৩ মে ২০২২ | আপডেট: ১৯:৫০, ৩ মে ২০২২

টাঙ্গাইলের ধনবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ২ আরোহীর নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আরও ১ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার রুপশান্তি কুচামারা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, উপজেলার যদুনাথপুর ইউনিয়নের হরিপুর গ্রামের রিপন ওরফে আলামিন (১৬) এবং রিপন (১৬)। আহতের নাম আমিনুল ইসলাম(১৪)। 

ধনবাড়ী থানার এস আই ইয়ার হোসেন বলেন, হতাহতরা ঈদ উপলক্ষে ঘুরতে ধনবাড়ী থেকে জামালপুরে গিয়েছিল। পরে তারা জামালপুর থেকে ফেরার পথে দ্রুতগতির মোটরসাইকেলটি রুপশান্তি কুচামারা ব্রিজের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। 

এসময় তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পরে যায়। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়ছে৷ গুরুত্বর আহত অবস্থায় উন্নত চিকিৎসা জন্য আমিনুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি