ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জয়পুরহাট সীমান্তে বিজিবি-বিএসএফ’র ঈদ শুভেচ্ছা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩০, ৩ মে ২০২২

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জেলার পাঁচবিবি উপজেলার চেচড়া সীমান্তে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর সদস্যরা।

মঙ্গলবার (৩ মে) দুপুরে জেলার পাঁচবিবি সীমান্তের ২৮১ নং মেইন পিলারের শূন্যরেখায় ২০বিজিবির হাটখোলা ক্যাম্প কমান্ডার সুবেদার মোজ্জামেল হক ভারতীয় বিএসএফ সদস্যদের মিষ্টি উপহার দেন। 

ভারতীয় বিএসএফ-এর গয়েশপুর ও চকগোপাল ক্যাম্প থাকায় উভয় ক্যাম্পের কমান্ডার যথাক্রমে- এন পি প্রধান ও সারাবজিৎ সিংকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়।

হাটখোলা বিজিবির ক্যাম্প কমান্ডার মোজ্জামেল হক জানান, সীমান্তে দু’দেশের দুই বাহিনীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে পরস্পর মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি