ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২১:২৯, ৩ মে ২০২২

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের তাড়াশ ও চৌহালীতে সড়ক দুর্ঘটনায় শিশু সহ ২ জনের মৃত্যু এবং আরো ২ জন আহত হয়েছে। নিহতরা হলো- চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলার মো. সজিবের ছেলে ফারহান (৫) এবং মেহেদী হাসান (১৮) উপজেলার বড়ইচড়া গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে।  

এবিষয়ে চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ জানান,  মঙ্গলবার দুপুরে দোকানে কোমল পানিয় কিনে রাস্তা দিয়ে দৌড়ে যাবার সময়  ইজিবাইক ধাক্কায় গুরুতর আহত হয় ফারহান। এরপর তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যান। তিনি আরো জানান, দূর্ঘটনার বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে অপর ঘটনায়, তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম জানান, ঈদের দিন সন্ধ্যায় তাড়াশের ধোপাগাড়ি বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে। নিহত মেহেদী হাসান (১৮) উপজেলার বড়ইচড়া গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে।  এ ঘটনায় গুরুত্ব আহত একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে রাকিব (২০) ও আব্দুর রাজ্জাকের ছেলে রনি (১৬) কে  বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি