ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

কুয়াকাটা প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩৯, ৩ মে ২০২২

Ekushey Television Ltd.

পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতের মাঝিবাড়ি পয়েন্টে পরপয়েস প্রজাতির অর্ধ-গলিত একটি ডলফিন ভেসে এসেছে। 

মঙ্গলবার শেষ বিকেলে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা ডলফিনটি সনাক্ত করেন। তবে কি কারণে ডলফিনটির মৃত্যু হয়েছে  তা এখনও নিশ্চিত করতে পারেনি।
 
ডলফিন রক্ষা কমিটির টিম লীডার রুমান ইমতিয়াজ তুষার জানান, সমুদ্রের জোয়ারের পানির সঙ্গে ভেসে আসা ডলফিনটি স্থানীয় বনবিভাগের কর্মকর্তাদের অবহিত করে মাটিচাপা দেওয়া হয়েছে। 

চলতি বছর কুয়াকাটা সৈকতে জীবিত ও মৃতসহ ৯টি কচ্ছপ, ৮টি রাজকাঁকড়া এবং বিভিন্ন প্রজাতির ৬টি ডলফিনসহ লক্ষ লক্ষ জেলিফিশ ভেসে আসে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি